ব্যাক্তিগত মতামতে এক কথায় বলবো 'ফালতু'। কোন আগা মাথা খুঁজে পেলাম না বা গল্পের গতি ধারায় মুগ্ধ হতে পারলাম না। এবার এটাই যদি সিনেমার বিশেষত্ব হয় তাহলে এটা একদমই পছন্দ হল না। অসম্পূর্ন এবং অযৌক্তিক শেষ টা। মাতিব শাকিবের গান টির জন্য স্টার টি। সিনেমাটি গার্লফ্রেন্ডের সাথে দেখতে গিয়ে 450/- খরচ হয়েছে। প্রযোজক ফেরৎ দিলে ভালো হত।