বকুল আর ঋষির এবং তার পরিবারের নাটক টা খুব সুন্দর হয়েছে । বকুল আর ঋষি এই দুইজনকে নাটকের সাথে বেশ মানিয়েছে। সাথে পরিবারের সমর্থনটাও বেশ।
আমি চাই বকুল কথা আবার জি বাংলায় ফিরে আসে এবং তারা দুইজন যেন আবার এইরকম একটা ধারাবাহিক এর সাথে যুক্ত থাকে।
বকুল কথা আবার ফিরে আসলে খুশি হবো।