তাকে আমার দারুণ লাগে।হ্যাঁ, মিমি চক্রবর্তীর কথা বলছি।তিনি একজন ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী।তার অভিনীত বোঝেনা সে বোঝেনা,জামাই ৪২০,শুধু তোমারই জন্য,কেলোর কীর্তি,গ্যাংস্টার ও টোটাল দাদাগিরি চলচ্চিত্রগুলো আমার ভালো লেগেছে।বিশেষ করে গ্যাংস্টারের তোমাকে চাই গানটা সময়ে সময়ে দারুণ লাগে।তার মতো অভিনেত্রীর নিয়মিত উপস্থিতি প্রয়োজন।বাংলা চলচ্চিত্রে আবারও সুসময় আসুক।