অসাধারণ ছবি। সত্যি একটা সময় বাংলা ছবি হতো যেগুলো আমাদের মন হয়তো ছুতে পারত না, কিন্তু সেগুলো খুব ভালো হতো। আজ সময় পাল্টে গেছে, আর বাংলা ছবি ও এই সময়ের সাথে পা মিলিয়ে চলছে।
আর ছবির সাথে যদি মিলিয়ে বলি তাহলে এটাই বলা যায় যে কিছু কিছু ভাস্কর্য একবারই তৈরী হয় বারবার নয়, যেমন এই ছবিটা ।