এখানে যে নায়ক সে আমার অনেক প্রিয়।সিনেমাটা দেখে শেখা যাই যে মানুষ তার পরিবারের জন্য কত টা কষ্ট করতে পারে। সফলতা নির্দিষ্ট সময় আসে সকলের জীবনেই সেই সময় পর্যন্ত লড়ে যেতে হবে আমাদের ,হাল ছাড়া মানা।আমি বাংলা তে বললাম এই কারণে আমি বাঙালি আর এর থেকে ভালো ভাষা আমার কাছে নেই মনের ভাব প্রকাশ করার।😍😍😍😍😍 ।