একজন ভালো পরিচালকই পারেন একজন অভিনেতা/ অভিনেত্রীর আসল সত্ত্বাটাকে ছবির মধ্যে ফুটিয়ে তুলতে। প্রত্যেকেই তাদের নিজেদের চরিত্রে দারুন অভিনয় করেছেন। বিপাশা বসু কে অন্য রুপে দেখলাম। তবে একটা বিষয় একটু অদ্ভুত লাগলো বিপাশা বসুর গলাটা ডাবিং করা হয়েছে। কিন্তু বিপাশা বসু যথেষ্ট ভালো বাংলা বলেন। ডাবিং করার কি খুব দরকার ছিল? কে জানে। যাইহোক, ভালো মুভি, ভালো লেগেছে দেখে।