World's worst industrial tragedy হিসাবে 1984 সালের ভোপাল গ্যাস দুর্ঘটনা যেখানে এক রাতে ঘুমন্ত অবস্থাতেই হাজার হাজার লোকের মৃত্যু ঘটে এবং ছড়িয়ে পড়া গ্যাসে 150,000 থেকে 600,000 লোক আক্রান্ত হন এবং পরবর্তীতে এদের মধ্যে 15-20 হাজার লোক মারা যান আর আমরা জানি সরকারি হিসাব আর আসল হিসেবের মধ্যে কতটা ফারাক থাকে | ডিসেম্বরের সেই 2-3 তারিখের রাত ভারতের ইতিহাসে একটি কালো অধ্যায় মনে করা হয়। সেই রাতে ভারতীয় রেলের কতটা দরকার, প্রয়োজনীয়তা ছিল, রেলকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের একে অপরের কতটা তৎপরতার প্রয়োজন ছিল সবকিছু তুলে ধরা হয়েছে এই সম্পূর্ণ সিরিজে Must watch হিসেবে এরকম শিক্ষানীয় সিরিজটি দেখতে পারেন | ভয়াবহ সেই রাতের ঘটনা সিনেমা আকারে দেখাতেই চোখে জল চলে আসলো তাহলে সত্যিকারের সেই রাতটা কতটা ভয়ানক ছিল | আর এই সিরিজে একটা চরম সত্য dialogue ছিল যেটা _ 'Such toh yeh hai ki hum na jaan lene walo ko saza de hain or na jaan bachane walo ko sabashi'