আমি অনেক রিভিউ দেখে ভেবছিলাম যাবো না দেখতে। কিন্তু দেখে একটা কথা ই বলবো,
দিল্লী কা লাড্ডু,
যো খায়ে ও পস্টাই
জো না খায়, ওয় পস্তাই।।।।।
😀😀😀😀😀
আমি একজন normal movie viewer;
jeta সবাই ভালো বলছে (ইনফ্যাক্ট faafati), acting, editing, songs, background scores, etc সেটা সত্যিই কিছু বলার নেই , just awesome.
but একটা মুভি ত আর সেই দিয়ে চলে না, আসল হলো গপ্পো,....
আমার গপ্পো ফুরালো,
নোটে গাছটি মুরালো.....
কিন্তু গাছটা তো মুরালোও না,
গল্পও ফুরালো না।
ছোট গল্পঃ মানে কি?
যা শেষ হলেই শেষ হয় না
মনে পরে মাষ্টারমশাই by Rabindranath Tagore's??
আমি just গল্পের ending এর কথাটা বলছি, অন্য কিছু ব্যাপারে না।
সব শেষ হয়ও, কিন্তু না।,,,,
যারা বলছেন not up the the mark,......
গল্পও ভালো না....
ending ভালো না,,
তাদের বলছি....
Matrix একবার দেখে বুঝেছেন সবাই???
আমিও বুঝিনি একবার দেখে....
but যখন বুঝেছি তখন অন্য কিছুই বুঝিনি...
যা বুঝেছিলাম সব ভুল।
দেবালয় স্যার যা বানিয়েছেন সেটা really unique masterpiece.
যারা really movie ভালোবাসেন, তাদের বলবো যে কারণে ভালো লাগেনি, সেটা আবার দেখুন।
দেখবেন , ভালো লাগবে।
আমি movie দেখে যখন exit করছি তখন বোঝার মত অনেক কম লোক দেখলাম।
it's not JOKER, it's not Count Dracula of Bram Stoker,,,
এটা "ড্রাকুলা স্যার" OF "দেবালয ভট্টাচার্যের",....