সমগ্র উপন্যাস জুড়ে লেখক যে ভাবে ঔরাঙ্গজেব ও মুসলিম রাজতন্ত্রের বর্ণনা করেছেন তার অনেক অংশ মিথ্যা ও অযুক্তিযুক্ত । ইসলামিক ইতিহাসে মুঘোল বাদশাহ দের মধ্যে উল্লেখযোগ্য উত্তম চরিত্রের বাদশাহ ঔরাঙ্গজেব কে বলা হয়, আর তার সম্বন্ধে এমন তথ্য পেশ করেছেন বঙ্কিম চন্দ্র যেটা সমাজের মধ্যে সম্প্রদায়িক বিতর্ক সৃষ্টি ছাড়া আর অন্য কিছু লক্ষণ নেই। এই উপন্যাস এবং বঙ্কিম মহাশয় কে ধিক্কার জানাই