"গুলাবো সিতাবো"
লক ডাউন এ হল এ মুক্তি না পেয়ে সরাসরি amazon prime এ মুক্তি প্রাপ্ত প্রথম ছবি।
আয়ুষ্মান খুররানা। যিনি রাষ্ট্রীয় পুরস্কারে সম্প্রতি সম্মানিত হয়েছেন, তিনি আছেন।
আছেন bollywood এর শাহেনশাহ, অমিতাভ বচ্চন।
পরিচালক সুজিত সরকার, যিনি এর আগে "ভিকি ডোনার" বা "পিকু" পরিচালনা করেছেন।
সব মিলিয়ে আশা ছিল পর্বত সমান। কিন্তু, ছবি পেলুম মুষিক সমান।
ছবির গল্প ট্রেলার এই দেখেছি। তাই আর বলার কিছু নেই! ছবিতেও ঐটুকুই আছে। ট্রেলার দেখে থাকলে ছবি টিও প্রায় দেখা হয়েই যায়।
একমাত্র পাওনা অমিতাভ বচ্চনের এবং আয়ুষ্মান খুররানা র অনবদ্য অভিনয়।
কিন্তু, হয়তো আশার সমান নয়।
এই ছবি হল এ মুক্তি না পেয়ে একদিকে ভালোই হল! যে ছবি বিশেষ চলত বলে তো মনে হয় না!😢