আজ "সত্যান্বেষী ব্যোমকেশ" দেখে এলাম।
আমার বেশ ভালো লাগলো। টানটান screenplay. পরমব্রত চমৎকার।
কিন্তু একটা বড় গন্ডগোল দেখলাম।
সিনেমাতে অনেক বার ৫০ টাকার নোট দেখানো হলো,গল্পটা বলাও হলো ১৯৭১ সালকে ভিত্তি করে।
কিন্তু ১৯৭১ এ তো ৫০ টাকার নোট ছিল না!
এই নোট চালু হয় ১৯৭৫এ।
আমি বেশ অবাক হলাম।