যখন যে বসে সিংহাসনে সেই হয় রাবণ...(!)
"চিরদিনই তুমি যে আমার-২" চলচ্চিত্রে যে "মহামানব" চরিত্রটি দেখানো হয়েছে, তাঁর "চরিত্র হনন" এই ছবিতেই তো হয়ে গেছে...!? নাকী লেখক বোঝাতে চেয়েছেন, সাধারণ খেটে খাওয়া মানুষের মধ্যেও কিছু "অসাধারণ" গুন থাকে...!?
যে চরিত্রটি জেলে গেলো, তাঁকে "মহান" দেখানো হয়েছে, কিন্তু, সে যার কাছে কাজ করতো সেখানে একটি "নতুন" ছেলের আগমনে "নতুন" সেই ছেলেটির সাথে যে আচরণ সে করেছে, ঐ ছেলের পক্ষে কী এতো মহৎ কাজের মাধ্যমে "জে লে" যাওয়া সম্ভব...? তাঁর মধ্যে "মানবতা" আছে বলে তো মনে হয়না। তাঁর সহকর্মীর সাথে আচরণ খুবই সাধারণ ছেলের পরিচায়ক।
নাকি এরা এমনই হয়....(?) কখনো অতি সাধারণ, কখনো অসাধারণ। একজন "দেহব্যবসায়ী" নারীর প্রতি শ্রদ্ধা, এটাও ঐ চরিত্রের সাথে মানায়না।
এতো বড় "বলিদান" করার মতো "মানসিকতা" ঐ ছেলের সাথে মানায়নি।
হয়তো গল্পের খাতিরে গল্প...(!)