###চিনি
আমরা সবাই যেমন গোছালো নই , তেমন কিছু জন অগোছালো। সিনেমার গল্পটাও তেমন অগোছালো ভাবে দেখানো হয়েছে কিন্তু সুন্দর।মা ও মেয়ের গল্প। Trailer দেখে ভেবেছিলাম যেমন হবে গল্পটা, না তেমন ঠিক নই আরও ভালো। বিশেষজ্ঞরা বলেন , বাচ্চারা ছোটবেলায় যে পরিবেশে বড় হয় ওদের মনের মধ্যে তেমনই ইম্প্যাক্ট পড়ে। চিনির ছোটবেলা কেটেছে ওর মা আর বাবার কোলাহলে । বাবা, মাকে ধরে মারতেন। আর চিনির কষ্ট হতো মা কিছু না বলেই তা সহ্য করে যেতেন। চিনির বাবা মারা যান এবং চিনির মা মিষ্টি চান মেয়েকে মনের মত করে মানুষ করতে । চিনির প্রাইভেসী সেক্ষেত্রে নষ্ট হয় এইভেবে চিনি বাড়ি থেকে চলে গিয়ে রুম নিয়ে থাকে।কিন্তু মায়ের শরীর অসুস্থ হলে আবার বাড়ি ফিরে আসে। সাথে নিয়ে আসে ওর বন্ধু সুদীপ কে। (##রিভিউ by Bandana##)
মায়ের সাথে থাকতে থাকতে চিনি জানতে পারে তার মায়ের মন সম্বন্ধে, যে মা ওকে নিজে রোজকার করে মানুষ করেছেন, বাবার একটাকাও নেননি । তার মা কতটা স্মার্ট এবং ফ্রাংকলি। চিনি প্রেগনেন্ট ছিল কিন্তু সুদীপ কে বিয়ে
করতে ভয় পেত যদি ওর বাবার মতো হয় সুদীপ। কিন্তু মিষ্টি বোঝান ওনার মেয়েকে সব ছেলে সমান হয়না। গল্পের শেষে জানা যায় মিষ্টি অসুস্থ। এবং চিনি ভীষণ পসেসিভ হয়ে ওঠে মায়ের জন্যে। ওর মায়ের সাথে কাটানো মুহুর্ত গুলো ওর চোখের সামনে ভেসে ওঠে।শেষে সুদীপ ও চিনি বিয়ে করে।
আমরা ধারাবাহিক যেমন কোনো গল্প বা সিনেমা দেখি পরপর হচ্ছে , তেমন ভাবে গল্পটা বলেননি সিনেমাওয়ালা । কিন্তু খুব সুন্দর লেগেছে।
অপারাজিতা , মধুমিতা, পিংকি ও সৌরভ সবাই উপযুক্ত অভিনয় করেছেন। কোথাও বেশি বা কোথাও কম লাগেনি আমার।