বেশ ভালো সিনেমা। প্লটে নতুনত্ব থাকলেও কাহিনী বিন্যাসে অনেক প্লট হোল থেকে গেছে। নায়কের সাথে নায়িকার প্রেমের অংশটা অত দীর্ঘায়িত না করলেও চলত। কারণ প্রেমিকার এখানে বিশাল কিছু ভূমিকা নেই।
প্রত্যেকের অভিনয় দারুণ। বিশেষ করে চঞ্চল চৌধুরীর। সাউন্ড মিক্সিং, এডিটিং সবই ভালো লেগেছে। আরও একটু যুক্তি নির্ভর হলে বেশি ভালো লাগত।