একেন বাবু - ৪ :
প্রথম তিনটি গল্পের পরে এই চতুর্থ গল্পটি সামলানোর দায়িত্ব সম্পূর্ণ ভাবে এসে পড়লো আমাদের অতিপ্রিয় একেন বাবু তথা শ্রী অনির্বান চক্রবর্তীর ওপরে। ব্যাঙ্গালোর ও বাংলাদেশ কাঁপিয়ে একেন বাবু স্বমহিমায় এবার বাংলার শেষ স্বাধীন নবাবের রাজধানী মুর্শিদাবাদে। ওনার অভিনয় ও রসবোধ নিয়ে কথা বলার ধৃষ্টতা আমার নেই। শুধু একটি কথাই বলবো, "বাপি স্যার" ও "প্রমথ স্যার" এর অভাব প্রচণ্ড ভাবে বুঝতে পারলাম, বিশেষ করে প্রমথ তথা বাবেল ও বাপি তথা সৌম্য এর সাথে আমাদের একেন বাবুর খুনসুটিগুলো না থাকায় মনে হলো ঠিক যেনো "চা আছে কিন্তু টা নেই"। এখানে বলা যায়, একেন বাবুর দুধ ফুটলো, কিন্তু বাপি স্যারের চিনি ও প্রমথ স্যারের এলাচ না পড়ায় দুধটা জমে ঠিক ক্ষীর হলো না। সর্বশেষে, অনির্বান বাবুকে অনেক ধন্যবাদ এই কঠিন সময়ে আমাদের হাসানোর জন্যে। তিনটি তারা উপহার একেন বাবুকে, একটি করে তারা সরিয়ে রাখলাম বাপি বাবু ও প্রমথ বাবুর জন্য।