এক কথায় অন্যতম । যদি না দেখে থাকেন তবে সময় পেলে দেখবেন,কোনো অংশে বিরক্তি বা দেখাটাই বেকার হলো বলে মনে হবে না । ১৯৭১ এর নক্সাল বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত । সব থেকে দারুন লেগেছে আমার দেখা এই প্রথম বাংলা ছবিতে উপসংহার নিজে থেকে বোঝা , এতে হয় তো আর ও বেশী সিনেমা প্রেমীদের অকৃষ্ট করলো ”ড্রাকুলা স্যার“ ❤️।
ধন্যবাদ ।