আমি বাংলাদেশ থেকে বলছি। আমার দেখা সকল ছবি উর্ধ্ব তালিকার ছায়াছবি 'মাটি'। এবং এই ঘটনা অবলম্বনে ছায়াছবি করায়, আমি সেখানে গিয়েছিলাম, এবং অস্তিত্ব খুজে পেয়েছি।
ঐ জমিদার বাড়ি এখন 'মিয়া' বংশের মানুষদের অধ্যশিত অঞ্চল ।
ওখানে এখন একটি মসজিদ তৈরি হয়েছে এবং জমিদার বাড়ির ভিতর দালান ব্যাতিত সকল ধ্বংসাবশেস ভেঙ্গে ফেলা হয়েছে।
ছায়াছবিটি মন ছুয়ে গেছে।