গৃহদাহ
ভয়ংকর সুন্দর বলতে যা বোঝায় এই উপন্যাসটি পড়ে সেই অভিজ্ঞতা হয়েছে৷
উপন্যাসের মাঝে এসে অচলার প্রতি এতটাই শ্রদ্ধা-ভালবাসা জন্মেছিল যে মনে মনে ভাবছিলাম- এমন একটা মেয়েই যেনো জীবনে আসে৷
কিন্তু পথিমধ্যে আমার সেই প্রার্থনাকে গৃহদাহের স্পর্শে ভস্ম করে দিল।
যাইহোক, এটাই বলবো যে-
যে নারী পরপুরুষের কামুক দৃষ্টি বোঝেনা সে ব্যাপার ভিন্ন কিন্তু যে নারী বুঝেও সেই দৃষ্টিকে প্রশ্রয় দেয় তাহলে, পুরুষটা যদি লম্পট হয় তো নারীটিও কুলটা হতে কম না৷